Check out the new design

Translation of the Meanings of the Noble Quran - Bengali translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran * - Index of Translations


Translation of the Meanings Surah: An-Nasr   Verse:

An-Nasr

Objectives of the Surah:
بشارة النبي صلى الله عليه وسلم بالنصر وختام الرسالة.
ইসলামের সফলতা ও বিজয়ের পরিণতি এবং সে উপলক্ষে কী করণীয় সেটির বর্ণনা। তেমনিভাবে নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর আয়ু ফুরিয়ে আসার ইঙ্গিতও এতে বিবৃত হয়েছে।

إِذَا جَآءَ نَصۡرُ ٱللَّهِ وَٱلۡفَتۡحُ
১. হে রাসূল! যখন আপনার দীনের জন্য আল্লাহর সাহায্য-সহযোগিতা আসবে এবং সেই সাথে আসবে মক্কা বিজয়।
Arabic Tafsirs:
وَرَأَيۡتَ ٱلنَّاسَ يَدۡخُلُونَ فِي دِينِ ٱللَّهِ أَفۡوَاجٗا
২. উপরন্তু আপনি যখন লোকদেরকে দলে দলে ইসলামে প্রবেশ করতে দেখবেন।
Arabic Tafsirs:
فَسَبِّحۡ بِحَمۡدِ رَبِّكَ وَٱسۡتَغۡفِرۡهُۚ إِنَّهُۥ كَانَ تَوَّابَۢا
৩. তখন আপনি জেনে নিবেন যে, এটি আপনার সাথে আগত মিশনের পরিসমাপ্তির প্রতি ইঙ্গিত। তাই আপনি নিজ প্রতিপালকের পক্ষ থেকে প্রাপ্ত সাহায্য ও বিজয়ের নিআমতের শুকরিয়া স্বরূপ তাঁর প্রশংসাজড়িত পবিত্রতা বর্ণনা করুন এবং তাঁর নিকট ক্ষমা চান। নিশ্চয়ই তিনি অধিকহারে তাওবা কবুলকারী। তিনি তাঁর বান্দাদের তাওবা কবুল করেন ও তাদেরকে ক্ষমা করেন।
Arabic Tafsirs:
Benefits of the Verses on this page:
• المفاصلة مع الكفار.
ক. কাফিরদের সাথে চূড়ান্ত ফায়সালা।

• مقابلة النعم بالشكر.
খ. শুকরিয়া আদায় করার মাধ্যমে নিআমতের বদলা দেয়া।

• سورة المسد من دلائل النبوة؛ لأنها حكمت على أبي لهب بالموت كافرًا ومات بعد عشر سنين على ذلك.
গ. সূরা মাসাদ নবুওয়াতের সত্যতার উপর স্বীকৃতি প্রদানকারী নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত। কেননা, তা আবু লাহাবের ব্যাপারে তার কুফরির উপর মারা যাওয়ার সংবাদ পরিবেশন করেছে। বস্তুতঃ সে দশ বছর পর কুফরির উপরই মৃত্যু বরণ করেছে।

• صِحَّة أنكحة الكفار.
ঘ. কাফিরদের বিবাহ বন্ধন বিশুদ্ধ।

 
Translation of the Meanings Surah: An-Nasr
Index of Surahs Page Number
 
Translation of the Meanings of the Noble Quran - Bengali translation of Al-Mukhtsar in interpretation of the Noble Quran - Index of Translations

Issued by Tafsir Center for Quranic Studies

Close