Check out the new design

የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርኣን አጭር ማብራርያ ትርጉም በባንጋሊኛ ቋንቋ * - የትርጉሞች ማዉጫ


የይዘት ትርጉም ምዕራፍ: አን ነስር   አንቀጽ:

አን ነስር

ከመዕራፉ ዓላማዎች:
بشارة النبي صلى الله عليه وسلم بالنصر وختام الرسالة.
ইসলামের সফলতা ও বিজয়ের পরিণতি এবং সে উপলক্ষে কী করণীয় সেটির বর্ণনা। তেমনিভাবে নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর আয়ু ফুরিয়ে আসার ইঙ্গিতও এতে বিবৃত হয়েছে।

إِذَا جَآءَ نَصۡرُ ٱللَّهِ وَٱلۡفَتۡحُ
১. হে রাসূল! যখন আপনার দীনের জন্য আল্লাহর সাহায্য-সহযোগিতা আসবে এবং সেই সাথে আসবে মক্কা বিজয়।
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
وَرَأَيۡتَ ٱلنَّاسَ يَدۡخُلُونَ فِي دِينِ ٱللَّهِ أَفۡوَاجٗا
২. উপরন্তু আপনি যখন লোকদেরকে দলে দলে ইসলামে প্রবেশ করতে দেখবেন।
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
فَسَبِّحۡ بِحَمۡدِ رَبِّكَ وَٱسۡتَغۡفِرۡهُۚ إِنَّهُۥ كَانَ تَوَّابَۢا
৩. তখন আপনি জেনে নিবেন যে, এটি আপনার সাথে আগত মিশনের পরিসমাপ্তির প্রতি ইঙ্গিত। তাই আপনি নিজ প্রতিপালকের পক্ষ থেকে প্রাপ্ত সাহায্য ও বিজয়ের নিআমতের শুকরিয়া স্বরূপ তাঁর প্রশংসাজড়িত পবিত্রতা বর্ণনা করুন এবং তাঁর নিকট ক্ষমা চান। নিশ্চয়ই তিনি অধিকহারে তাওবা কবুলকারী। তিনি তাঁর বান্দাদের তাওবা কবুল করেন ও তাদেরকে ক্ষমা করেন।
የአረብኛ ቁርኣን ማብራሪያ:
ከአንቀጾቹ የምንማራቸዉ ቁም ነገሮች:
• المفاصلة مع الكفار.
ক. কাফিরদের সাথে চূড়ান্ত ফায়সালা।

• مقابلة النعم بالشكر.
খ. শুকরিয়া আদায় করার মাধ্যমে নিআমতের বদলা দেয়া।

• سورة المسد من دلائل النبوة؛ لأنها حكمت على أبي لهب بالموت كافرًا ومات بعد عشر سنين على ذلك.
গ. সূরা মাসাদ নবুওয়াতের সত্যতার উপর স্বীকৃতি প্রদানকারী নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত। কেননা, তা আবু লাহাবের ব্যাপারে তার কুফরির উপর মারা যাওয়ার সংবাদ পরিবেশন করেছে। বস্তুতঃ সে দশ বছর পর কুফরির উপরই মৃত্যু বরণ করেছে।

• صِحَّة أنكحة الكفار.
ঘ. কাফিরদের বিবাহ বন্ধন বিশুদ্ধ।

 
የይዘት ትርጉም ምዕራፍ: አን ነስር
የምዕራፎች ማውጫ የገፅ ቁጥር
 
የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርኣን አጭር ማብራርያ ትርጉም በባንጋሊኛ ቋንቋ - የትርጉሞች ማዉጫ

ከቁርአን ተፍሲር ጥናት ማዕከል የተገኘ

መዝጋት